আমি সারারাত শুধু যে কেদেছি।
বুঝিনি এভাবে তুমি চলে যাবে।
জানিনা কি অপরাধ করেছি। ।
পারিনি কিছুতে নিজেকে বুঝাতে।
কি ভুলে সবই যে হলো হারাতে।
পারিনি সে রাতে তোমায় ফেরাতে।
দেখেছি এই আখি শূন্য দুহাতে।
তবে কি ভুলেরি স্বর্গ ই গড়েছি।
জানিনা কি অপরাধ করেছি।
আমি সারারাত শুধু যে কেদেছি।
জানিনা কি পেলে তুমি এ খেলাতে।
সুখেরি ছবিটি ছিড়ে ফেলতে।
জানিনা তোমাকে আমি কি দিয়েছি।
কি যে চেয়েছি কি বা পেয়েছি।
চোখেরই জলেতে মুক্তই যে গড়েছি।
জানিনা কি অপরাধ করেছি।
No comments:
Post a Comment