Pages

Saturday, July 19, 2014

না তুমি এই মন ভেঙ্গ না

না তুমি এই মন ভেঙ্গ না
তুমি এই বুকে জালা দিও না
তুমি কথা দিয়ে কথা ভেঙ্গ না

আমাকে যদি মনে পরে কখনো কারো অগোচরে
ভেবে নিতে তুমি ভুল করনা
সকালের রোদ কাছে এসে  গান যদি গায় হেসে হেসে
ভুঝে নিও আমি তোমাকেই তো চাই।
সুখে থেক তুমি ভালো থেক তুমি ভুলে যেও না
দুরে থাক যত দুরে থাক ভুলে যেও না

না তুমি এই মন ভেঙ্গ না
তুমি এই বুকে জালা দিও না
তুমি কথা দিয়ে কথা ভেঙ্গ না।।

আকাশের যত তারা আছে
পাখিদের যত গান আছে তোমাকে আমি  দিলাম
সাগরের যত ডেও আছে মেঘেদের যত সুখ আছে
তোমাকে আমি পাঠিয়ে দিলাম।

সূর্যের যত গ্রানে গ্রানে আমারি যত গানে গানে
তোমাকে  আমিতো খুঁজে খুঁজে পাই
চাদের যত আলো আছে ঝোনাকির যত জলে কাছে
তত কাছে আমি তোমাকে চাই।






Thursday, July 17, 2014

বিশ্বাস করি বলো কারে !!



এই পৃথিবীতে আমি বিশ্বাস করি বলো কারে !!
বিশ্বাস করে তোমাকে কষ্ট পেয়েছি  বারে বারে !!
ভালো আর মন্দের কি ব্যবধান বুঝেনি অবুঝ
এই মন অন্ধের মত ভালোভেসেছি তোমায়।
নিরবে শুধু সারাক্ষণ।
সুখ আর দুখের এই জীবনে যা পেয়েছি সবি হারালাম।
জোসনার রাত্রি শেষ  হতে। আধারে বন্ধু হলাম।


Wednesday, July 9, 2014

দূরপাল্লা ট্রেনের কামরায় তুমি ও ছিলে যাত্রী।

দূরপাল্লা ট্রেনের কামরায় তুমি ও ছিলে যাত্রী।
আয়ুব বাচ্ছু - AYUB BACHU - MOYNA ALBUM SONG



দূরপাল্লা ট্রেনের কামরায় তুমি ও ছিলে যাত্রী।
উদাস চোখে তাকিয়ে ছিলে বাইরে তখন রাত্রি।

কি বিষণ মায়া ছিল। তোমারই উদাস চোখে পাগল করেছে মোরে।
কি গভীর কালো ছিল এ নিভীর রাতের বুকে উদাস হয়েছি আমি।

 নয়নে  গুমের ছায়া রিদয়ে বিষন ব্যথা তুমি তা বুঝোনি।
অচেনা তুমি আমি অথচ সাথে চলেছি হয়তো ভুলে যাবে।