Pages

Thursday, July 17, 2014

বিশ্বাস করি বলো কারে !!



এই পৃথিবীতে আমি বিশ্বাস করি বলো কারে !!
বিশ্বাস করে তোমাকে কষ্ট পেয়েছি  বারে বারে !!
ভালো আর মন্দের কি ব্যবধান বুঝেনি অবুঝ
এই মন অন্ধের মত ভালোভেসেছি তোমায়।
নিরবে শুধু সারাক্ষণ।
সুখ আর দুখের এই জীবনে যা পেয়েছি সবি হারালাম।
জোসনার রাত্রি শেষ  হতে। আধারে বন্ধু হলাম।


No comments:

Post a Comment