Pages

Wednesday, July 9, 2014

দূরপাল্লা ট্রেনের কামরায় তুমি ও ছিলে যাত্রী।

দূরপাল্লা ট্রেনের কামরায় তুমি ও ছিলে যাত্রী।
আয়ুব বাচ্ছু - AYUB BACHU - MOYNA ALBUM SONG



দূরপাল্লা ট্রেনের কামরায় তুমি ও ছিলে যাত্রী।
উদাস চোখে তাকিয়ে ছিলে বাইরে তখন রাত্রি।

কি বিষণ মায়া ছিল। তোমারই উদাস চোখে পাগল করেছে মোরে।
কি গভীর কালো ছিল এ নিভীর রাতের বুকে উদাস হয়েছি আমি।

 নয়নে  গুমের ছায়া রিদয়ে বিষন ব্যথা তুমি তা বুঝোনি।
অচেনা তুমি আমি অথচ সাথে চলেছি হয়তো ভুলে যাবে।



ওরে কে বলেরে আমার দুখের দুখী নাই। আমার দুখে আকাশ কাদে সে শ্রাবন হইয়া ঝড়ে রে।
তবু কে বলেরে আমার দুখের দুখী নাই। আমার দুখে আকাশ কাদে সে শ্রাবন হইয়া ঝড়ে রে।


আমার দুঃখ জালায় মরে আরো জলে তারা। সেজে জলে জলে মরে আমারে জালায়।।

মনের কোকিল ডাকে কেন সেকি তুমি যেন। তার সুরে বাজে আমার বিরহেরি গান।।




No comments:

Post a Comment