না তুমি এই মন ভেঙ্গ না
তুমি এই বুকে জালা দিও না
তুমি কথা দিয়ে কথা ভেঙ্গ না
আমাকে যদি মনে পরে কখনো কারো অগোচরে
ভেবে নিতে তুমি ভুল করনা
সকালের রোদ কাছে এসে গান যদি গায় হেসে হেসে
ভুঝে নিও আমি তোমাকেই তো চাই।
সুখে থেক তুমি ভালো থেক তুমি ভুলে যেও না
দুরে থাক যত দুরে থাক ভুলে যেও না
না তুমি এই মন ভেঙ্গ না
তুমি এই বুকে জালা দিও না
তুমি কথা দিয়ে কথা ভেঙ্গ না।।
আকাশের যত তারা আছে
পাখিদের যত গান আছে তোমাকে আমি দিলাম
সাগরের যত ডেও আছে মেঘেদের যত সুখ আছে
তোমাকে আমি পাঠিয়ে দিলাম।
সূর্যের যত গ্রানে গ্রানে আমারি যত গানে গানে
তোমাকে আমিতো খুঁজে খুঁজে পাই
চাদের যত আলো আছে ঝোনাকির যত জলে কাছে
তত কাছে আমি তোমাকে চাই।
তুমি এই বুকে জালা দিও না
তুমি কথা দিয়ে কথা ভেঙ্গ না
আমাকে যদি মনে পরে কখনো কারো অগোচরে
ভেবে নিতে তুমি ভুল করনা
সকালের রোদ কাছে এসে গান যদি গায় হেসে হেসে
ভুঝে নিও আমি তোমাকেই তো চাই।
সুখে থেক তুমি ভালো থেক তুমি ভুলে যেও না
দুরে থাক যত দুরে থাক ভুলে যেও না
না তুমি এই মন ভেঙ্গ না
তুমি এই বুকে জালা দিও না
তুমি কথা দিয়ে কথা ভেঙ্গ না।।
আকাশের যত তারা আছে
পাখিদের যত গান আছে তোমাকে আমি দিলাম
সাগরের যত ডেও আছে মেঘেদের যত সুখ আছে
তোমাকে আমি পাঠিয়ে দিলাম।
সূর্যের যত গ্রানে গ্রানে আমারি যত গানে গানে
তোমাকে আমিতো খুঁজে খুঁজে পাই
চাদের যত আলো আছে ঝোনাকির যত জলে কাছে
তত কাছে আমি তোমাকে চাই।