Pages

Monday, June 23, 2014

দুই ভুবনের দুই বাসিন্দা



দুই ভুবনের দুই বাসিন্দা 
বন্ধু চিরকাল 
রেল লাইন বহে সমান্তরাল 
বহে সমান্তরাল 

পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর 
দুই দিগন্তে রইলাম দুইজন 
সারা জীবন ভর 

হইলোনা তো সুখের মিলন 
হইলোনা সুখ সাথির দর্শণ 
এমনি কপাল। .

নয়নের জল সুখায়য়া বিচ্ছেদের অনল 
এই অন্তরে অন্তর জালা বারাইলো কেবল 
হইলোনা তো মিলন সাধন চিন্লনা মোর 
মনের দর্পণ এমনি কপাল। 

No comments:

Post a Comment