Pages

Monday, June 16, 2014

আমার মনের ফুলদানীতে



আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায়, অনেক বাঁধাই আসে

মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি, গোলাপ, গন্ধরাজ আর সুবাসী বকুল
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্ন গুলো সত্যি করে দিয়ে

তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

গান: আমার মনের ফুলদানীতে
শিল্পী: শেখ ইশতিয়াক
অ্যালবাম: নীলাঞ্জনা

No comments:

Post a Comment