তুমি একজনই শুধু বন্ধু - মান্না দে
তুমি একজনই শুধু বন্ধু আমার একজনই শত্রু ও তুমি একজনই তাই, তোমাকে লাগে। । তুমি আমার পূর্নিমা রাত তুমি চন্দ্র গ্রহণ তাই, তোমাকেই ভালো লাগে। ।
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে। ।
যে নয়ন জালে দারুন আগুন বৃষ্টি ও দেয় সে নয়ন তাই তোমাকে ভালো লাগে। ।
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি।।
যে সাপের মনি দেয়গো আলো সেইযে করে দংশন তাই , তোমাকে ভালো লাগে। ।
সব তোমারি জন্য।। তোমারি জন্য সব তোমারি জন্য তুমি ভালবাস তাই তোমারি জন্য। সব তোমারি জন্য।।
চাদ কে বললাম সুন্দর হও। । তাই সে সুন্দর হলো। ফুল কে বললাম গন্ধ ডেলে দাও।। তাই সে গন্ধ ডেলে দিলো।
আকাশকে কে বললাম আরো নীল হও, তাই সে হলো এত নীল। । নদীকে বললাম নিরবধী বয়ে যাও তাই সে বহে ঝিলমীল।
পাখীকে বললাম আরো সুরে গান গাও।। ভুলিয়ে দাও সব জ্বালা , সাগরকে বললাম আরও ঝিণুক দাও গেথে দেবো মুক্তোর মালা।
সবাই আমার সব কথা রাখলো রূপ এ রসে গন্ধে পৃথিবীকে ডাকলো।। তোমায় খুশি দেখে সবাই যে জন্য।। তোমাকে ভালোবেসে আমিযে ধন্য।।।।
তুমি একজনই শুধু বন্ধু আমার একজনই শত্রু ও তুমি একজনই তাই, তোমাকে লাগে। । তুমি আমার পূর্নিমা রাত তুমি চন্দ্র গ্রহণ তাই, তোমাকেই ভালো লাগে। ।
ওই দুটি হাত যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে, তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে। ।
যে নয়ন জালে দারুন আগুন বৃষ্টি ও দেয় সে নয়ন তাই তোমাকে ভালো লাগে। ।
তোমায় পেয়ে এই মনে হয় কানায় কানায় ভরেছি এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি।।
যে সাপের মনি দেয়গো আলো সেইযে করে দংশন তাই , তোমাকে ভালো লাগে। ।
সব তোমারি জন্য।। তোমারি জন্য সব তোমারি জন্য তুমি ভালবাস তাই তোমারি জন্য। সব তোমারি জন্য।।
চাদ কে বললাম সুন্দর হও। । তাই সে সুন্দর হলো। ফুল কে বললাম গন্ধ ডেলে দাও।। তাই সে গন্ধ ডেলে দিলো।
আকাশকে কে বললাম আরো নীল হও, তাই সে হলো এত নীল। । নদীকে বললাম নিরবধী বয়ে যাও তাই সে বহে ঝিলমীল।
পাখীকে বললাম আরো সুরে গান গাও।। ভুলিয়ে দাও সব জ্বালা , সাগরকে বললাম আরও ঝিণুক দাও গেথে দেবো মুক্তোর মালা।
সবাই আমার সব কথা রাখলো রূপ এ রসে গন্ধে পৃথিবীকে ডাকলো।। তোমায় খুশি দেখে সবাই যে জন্য।। তোমাকে ভালোবেসে আমিযে ধন্য।।।।
No comments:
Post a Comment