জানো ? যখন তোমার বেশি প্রয়োজন কাউকে ? যদি না পাও? কেমন কষ্ট হতে পারে ? তুমি সে
টা অনুভব করেছ নিশ্চই? কেন সময় আরে সুযোগ ঠিক ব্যপারটা বুঝতে পারেনা? বলতে পারো তুমি?
টা অনুভব করেছ নিশ্চই? কেন সময় আরে সুযোগ ঠিক ব্যপারটা বুঝতে পারেনা? বলতে পারো তুমি?
কেন বন্ধ সব যোগাযোগের রাস্তা ? যদি তবে কথা ছিল আজ হবে কিছু আয়োজন। অনেক আনন্দ , অনেক অনেক কথা, আজ থাকবে অনেক অনেক খুশি এই আমাকে নিয়ে, তুমি আর আমি, অনেক অনেক মজা হবে, কত কথা হবে ??? শুধু আমরাই আমাদের কে সময় দিব আজ। আমি শুধু কি শুনবো এইসব অনেক অনেক আশার কথা আর খুশি হবো এই ভাবে ??? নিরবে শুধু আশায় আশায় কেটে যাবে আমার সব সময়??? প্রতিক্ষার এই অফুরন্ত সময় গুলো যেন কথায় থেমে আছে। কাটতেই চায়না কোনো ভাবেই। তবু ও আমি অপেক্ষার প্রহর পার করব যদি হটাত এসে যাও তুমি। আমি জানি তুমি আসবে। কিন্তু এখনো আসলেনা, আমার ভালই লাগেনা কিছুই। কখন আসবে তুমি? কখন আমার এই প্রতিক্ষা ফুরুবে ??? একমাত্র তুমিই জানো। আমি আছি থাকবো চেয়ে চেয়ে সময় পর সময় কাটুক আর থেমে থাক কোনো এক অদৃস্য আধারে।
No comments:
Post a Comment