Pages

Saturday, June 7, 2014

ডেকনা আমারে তুমি কাছে ডেকনা - শিল্পী - বশির আহমেদ


বশির আহমেদ এর গান। জনপ্রিয় শিল্পীর মনে রাখার মত চির সরণীয় এক গান
ডেকনা আমারে তুমি কাছে ডেকনা।  শিল্পী - বশির আহমেদ


ডেকনা আমারে তুমি কাছে ডেকনা।
দুরে আছি সেই ভালো নিয়ে বেদনা। তুমি ডেকনা। ।

ভেবোনা কখনো যদি যায় ঢেকে আমারি ভূবন ওগো আধারে।
নেই কোনো ক্ষতি জীবনের আলো নিভে যায় যদি বারে বারে।
সুখে থাকো তুমি এই শুধু বলি আর কিছু নেই কামনা। 

তুমি ডেকনা। ডেকনা আমারে তুমি কাছে ডেকনা।
দুরে আছি সেই ভালো নিয়ে বেদনা। তুমি ডেকনা।

ভালবাসা পেয়ে যে ব্যথা পেয়েছি ভুলে যাই তারে যেন আমি।
সবই আছে সেইতো আগেরি মত শুধু আজ ওগো নেই তুমি।

যেখানেই থাকো মনে মনে বলি মোরে তুমি মনে রেখোনা।

তুমি ডেকনা। ডেকনা আমারে তুমি কাছে ডেকনা।
দুরে আছি সেই ভালো নিয়ে বেদনা। তুমি ডেকনা।





No comments:

Post a Comment