Pages

Monday, June 23, 2014

kare dekhabo moner dukkho -----Endrew Kishore

 A F#m
kare dekhabo moner dukkho go ami Buk chiriya

A D A
Ontore tusheri agun jole roiya roiya

A F#m D A
Kotha selo songey nibo songey amai nahi nilo go..

D E
Amare ekela thuiya roila kothai geya

D A
Jole roiya roiya

---(same as before)---

Ghor badhibo sokhir soney koto asha selo mone go

Vangelo adorer dora ki je gelo hoiya

Jole roiya roiya

দুই ভুবনের দুই বাসিন্দা



দুই ভুবনের দুই বাসিন্দা 
বন্ধু চিরকাল 
রেল লাইন বহে সমান্তরাল 
বহে সমান্তরাল 

পিরিতের ঘর বানাইয়া অন্তরের ভিতর 
দুই দিগন্তে রইলাম দুইজন 
সারা জীবন ভর 

হইলোনা তো সুখের মিলন 
হইলোনা সুখ সাথির দর্শণ 
এমনি কপাল। .

নয়নের জল সুখায়য়া বিচ্ছেদের অনল 
এই অন্তরে অন্তর জালা বারাইলো কেবল 
হইলোনা তো মিলন সাধন চিন্লনা মোর 
মনের দর্পণ এমনি কপাল। 

Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane




Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Tomak Ami Rekhechi Koto Na Jotone
Tomar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Amak-O rekho, r kothao jabo na Jibone
Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane

Tomai Niye Nao Vashiye Jabo tepantor
Bhalobashar Ghor Baniye Hobo Deshantor
Tomai Koto Bhalobashi, Bojhabo Bojhabo Kemone
Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Tomak Ami Rekhechi Koto Na Jotone


Shagor ar e tane Jemon Nodi Chute Jai
Temni Kore Amar A Mon, Tomai Pete Chai
Tumi Amar Jibon Tori, Tumi Ashar Alo Noyone
Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Tomak Ami Rekhechi Koto Na Jotone
Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Tomak Ami Rekhechi Koto Na Jotone
Tomar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane
Shei Khane Amak-O rekho, r kothao jabo na Jibone
Amar Buker Moddhe Khane, Mon Jekhane Ridoy Jekhane

amar shara deho kheo go mati 
ei chokh duto mati kheo na
ami more geleo tare dekhar shokh
mitbena go mitbena
tare ak jonome bhalobeshe
bhorbena mon bhorbena ||

icche kore buker bhitor
lukiye rakhi taare |
jeno na pare she jete
amae kono dino chere
ami e jogote tare chara
thakbona go thakbona
tare ak jonome bhalobeshe
bhorbena mon bhorbena ||

ore ei na bhubon charte hobe
dudin aage pore
bidhi aaki shonge rekho moder
aaki matir ghore
ami ei na ghore thakte aaka
parbona go parbona
tare ak jonome bhalobeshe
bhorbena mon bhorbena ||

তুমি একজনই শুধু বন্ধু - মান্না দে

তুমি একজনই শুধু বন্ধু - মান্না দে


তুমি একজনই শুধু বন্ধু আমার একজনই শত্রু ও তুমি একজনই তাই, তোমাকে লাগে। । তুমি আমার পূর্নিমা রাত তুমি চন্দ্র গ্রহণ তাই, তোমাকেই ভালো লাগে। ।

ওই দুটি হাত  যেমন আমায় টেনে নিয়ে যায় মরণে,  তেমনি আবার ও হাত ধরেই ফিরে আসি আমি জীবনে। ।
 যে নয়ন জালে দারুন আগুন বৃষ্টি ও দেয় সে নয়ন তাই তোমাকে ভালো লাগে। ।

তোমায় পেয়ে  এই মনে হয় কানায় কানায় ভরেছি এই মনে হয় সব হারিয়ে শূন্য আমায় করেছি।।
যে সাপের মনি দেয়গো আলো সেইযে করে দংশন তাই , তোমাকে ভালো লাগে। । 



সব তোমারি জন্য।। তোমারি জন্য সব তোমারি জন্য তুমি ভালবাস তাই তোমারি জন্য। সব তোমারি জন্য।।

চাদ কে বললাম সুন্দর হও। । তাই সে সুন্দর হলো। ফুল কে বললাম গন্ধ ডেলে দাও।। তাই সে গন্ধ ডেলে দিলো।

আকাশকে কে বললাম আরো নীল  হও, তাই সে হলো এত নীল। । নদীকে বললাম নিরবধী বয়ে যাও তাই সে বহে ঝিলমীল।

পাখীকে বললাম আরো সুরে গান গাও।। ভুলিয়ে দাও সব জ্বালা , সাগরকে বললাম আরও ঝিণুক দাও গেথে দেবো মুক্তোর মালা।

সবাই আমার সব কথা রাখলো রূপ এ রসে গন্ধে পৃথিবীকে ডাকলো।। তোমায় খুশি দেখে সবাই যে জন্য।। তোমাকে ভালোবেসে আমিযে ধন্য।।।। 

Wednesday, June 18, 2014

Monday, June 16, 2014

আমার মনের ফুলদানীতে



আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

তুমি যেন ভুল বুঝো না আমায় উদাস দেখে
মনের মাঝে মন দিলে হায়, অনেক বাঁধাই আসে

মনেরও সেই ফুলদানীতে ফোটে যদি ফুল
বেলি, গোলাপ, গন্ধরাজ আর সুবাসী বকুল
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে
যাও না আমার স্বপ্ন গুলো সত্যি করে দিয়ে

তোমার মাঝে আমি যেনো ডুবেছি এমন
ডুবে যায় সাগরেতে তরণী যেমন
আমার মনের ফুলদানীতে রাখো তোমার মন
সাজিয়ে দেব যতন করে মনেরও মতন

গান: আমার মনের ফুলদানীতে
শিল্পী: শেখ ইশতিয়াক
অ্যালবাম: নীলাঞ্জনা

Saturday, June 7, 2014

জানো ? যখন তোমার বেশি প্রয়োজন কাউকে ? যদি না পাও? কেমন কষ্ট হতে পারে ? তুমি সে
টা অনুভব করেছ নিশ্চই? কেন সময় আরে সুযোগ ঠিক ব্যপারটা বুঝতে পারেনা? বলতে পারো তুমি?

কেন বন্ধ সব যোগাযোগের রাস্তা ? যদি তবে কথা ছিল আজ হবে কিছু আয়োজন। অনেক আনন্দ , অনেক অনেক কথা, আজ থাকবে অনেক অনেক খুশি এই আমাকে নিয়ে, তুমি আর আমি, অনেক অনেক মজা হবে, কত কথা হবে ??? শুধু আমরাই আমাদের কে সময় দিব আজ। আমি শুধু কি শুনবো এইসব অনেক অনেক আশার কথা আর খুশি হবো এই ভাবে ??? নিরবে শুধু আশায় আশায় কেটে যাবে আমার সব সময়??? প্রতিক্ষার এই অফুরন্ত সময় গুলো যেন কথায় থেমে আছে। কাটতেই চায়না কোনো ভাবেই। তবু ও আমি অপেক্ষার প্রহর পার করব যদি হটাত এসে যাও তুমি। আমি জানি তুমি আসবে। কিন্তু এখনো আসলেনা, আমার ভালই লাগেনা কিছুই। কখন আসবে তুমি? কখন আমার এই প্রতিক্ষা ফুরুবে ??? একমাত্র তুমিই জানো। আমি আছি থাকবো চেয়ে চেয়ে সময় পর সময় কাটুক আর থেমে থাক কোনো এক অদৃস্য আধারে। 

ডেকনা আমারে তুমি কাছে ডেকনা - শিল্পী - বশির আহমেদ


বশির আহমেদ এর গান। জনপ্রিয় শিল্পীর মনে রাখার মত চির সরণীয় এক গান
ডেকনা আমারে তুমি কাছে ডেকনা।  শিল্পী - বশির আহমেদ

Thursday, June 5, 2014

যখন সময় থমকে দাঁড়ায় শিল্পী: নচিকেতা

যখন সময় থমকে দাঁড়ায়
নিরাশার পাখি দুহাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন


যখন আমার গানের পাখি
শুধূ আমাকেই দিয়ে ফাঁকি
সোনার শিকলে ধরা দেয় গিয়ে
আমি শূন্যতা ঢাকি
যখন এঘরে ফেরে না সে পাখি
নিস্ফল হয় শত ডাকাডাকি
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন


যখন এমনে প্রশ্নের ঝড়
ভেঙ্গে দেয় যুক্তির খেলাঘর
তখন বাতাস অন্য কোথাও
শোনায় তার উত্তর
যখন আমার ক্লান্ত চরন
অবিরত বুকে রক্তক্ষরন
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন


যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দুহাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন

Sunday, June 1, 2014

AYUB BACHU SONG

আজ থেকে আর কখনো বলবোনা আর কখনো বলবোনা আর ভালবাসি
আজ থেকে আর কখনো কাদবোনা আর নয়নে দেখবেনা কেও জলের রাশি । ।

কতটা কষ্ট পেলে এই মন হয় স্মশান। তোমারি কাছে সবি খেলা প্রেম মানে পিছু টান । ।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি। যখনি বলেছি আমি তোমাকে ভালবাসি।


যখনি বুঝেছো আমার কেও নেই তুমি ছাড়া। তখনি আঘাত করো চোখে বয় জলধারা। ।
নিয়েছো কেড়ে সুখ নিয়েছো কেড়ে হাসি। যখনি বলেছি আমি তোমাকে ভালবাসি।